তথ্যপ্রযুক্তি খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশ। ই-গভর্ন্যান্স শক্তিশালী হচ্ছে। এ খাতে সেবা চালু করেছে দেশের সফটওয়্যার খাতের অন্যতম প্রতিষ্ঠান প্রাইডসিস। তৈরি হয়েছে বিশেষায়িত ল্যাব ও দক্ষ প্রযুক্তি বিশেষজ্ঞ দল। এরই মধ্যে দেশ ও দেশের বাইরে সফটওয়্যার সেবার ক্ষেত্রে সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি। প্রাইডসিস আইটি ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার ইকবাল বলেন, দেশের তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ছে। সফটওয়্যার সেবাদাতা হিসেবে দেশ ও দেশের বাইরে সুনাম অর্জন করেছে প্রাইডসিস। পোশাক শিল্প খাতের ইআরপি সফটওয়্যার সেবাদাতা হিসেবে দারুণ সাফল্যের পর ই-গভর্ন্যান্স উদ্যোগে বিশেষজ্ঞ টিম, ল্যাব ও গবেষণা উন্নয়নে কাজ করা হয়েছে।